লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ১
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একজন নিহত ও নয়জন আহত হয়েছেন। লেবানন সরকার জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। খবর আল-জাজিরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) লেবাননের দক্ষিণাঞ্চলের অন্তত চারটি শহরে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। দেশটির তায়ার জেলায় বেসামরিক এলাকাও এ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।