ডিআইইউ-তে অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান নিয়ে সেমিনার
বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে “বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রিহ্যাবের রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে আয়োজিত এই সেমিনারটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রিন গার্ডেনে অনুষ্ঠিত হয়। রিহ্যাব পরিচালক ও রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. মো: হারুন অর রশিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট মো. ওয়াহিদ্দুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাসুম ইকবাল।