গণভোটেই শান্তির পথ প্রশস্ত হবে: গোলাম পরওয়ার
যত দ্রুত গণভোট অনুষ্ঠিত হবে, তত দ্রুতই শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের পথ প্রশস্ত হবে বলের মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। গোলাম পরওয়ার বলেন, `যাদের জনগণ ভোটে প্রত্যাখ্যান করেছে, তাদের আর জাতীয় রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। আওয়ামী ফ্যাসিবাদের হুমকি-ধামকি জনগণ রাজপথে নেমে প্রতিহত করেছে।`