শেখ মুজিবের শাসনামল নিয়ে সঠিক তথ্য প্রচার করা হচ্ছে ২০ শতাংশ
শেখ মুজিবুর রহমানের শাসনকাল নিয়ে প্রচলিত ধারণার মাত্র ২০ শতাংশ সত্য বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তার দাবি, বাকিটা ছিল অগোছালো ও দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডের ফল, যেখানে মুজিব তাঁর দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছিলেন।