রাশিয়ার সামরিক মহড়া, সীমান্তে ৪০ হাজার সেনা পাঠাচ্ছে পোল্যান্ড
রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার পর পোল্যান্ড তাদের সীমান্তে সেনা সংখ্যা চার গুণ বাড়িয়ে ৪০ হাজারে উন্নীত করতে চলেছে। এরই মধ্যে রুশ ড্রোনের আকাশসীমা লঙ্ঘন নিয়েও উত্তেজনা বেড়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।