রাঙামাটির কোতয়ালী থানায় এক মাসে গ্রেফতার ১২০
পর্যটননগরী রাঙামাটিতে সামাজিক অপরাধ দমনে নানামুখী অভিযান পরিচালনা করছে কোতোয়ালী থানা পুলিশ। নারী ও শিশু নির্যাতন, মাদক সেবন, ইয়াবা কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এর অংশ হিসেবে গত এক মাসে অন্তত ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে থানায় ১৫টি মামলা রুজু হয়েছে। থানা সূত্রে জানা যায়, গত এক মাসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬৩ জন, নিয়মিত মামলায় ২১ জন, ওয়ারেন্ট তামিলে ১৩ জন, সাজাপ্রাপ্ত ৪ জন এবং নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জনসহ মোট ১২০ জনকে গ্রেফতার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ।