বিজয়ী ভাষণে নেহরুকে স্মরণ করলেন মামদানী
নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর ভারতীয় বংশোদ্ভূত `ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট` নেতা জোহরান মামদানী তার বিজয়ী ভাষণে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঐতিহাসিক ‘ট্রিস্ট উইথ ডেসটিনি’ বক্তৃতাকে স্মরণ করেছেন। বুধবার (৫ নভেম্বর) মেয়র নির্বাচিত হওয়ার পর বিজয়ী ভাষণে জওহরলাল নেহরুকে স্মরণ করেন তিনি। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার প্রাক্কালে দেওয়া নেহরুর দেয়া ভাষণের কথা উল্লেখ করে মামদানী বলেন, `আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি জওহরলাল নেহরুর কথা মনে করছি। ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই আসে, যখন আমরা পুরাতন থেকে নতুনের পথে যাত্রা শুরু করি, যখন এক যুগের সমাপ্তি ঘটে এবং দীর্ঘকাল অবদমিত এক জাতির আত্মা তার উচ্চারণ খুঁজে পায়। আজ রাতে, আমরা পুরাতন থেকে নতুনের দিকে যাত্রা শুরু করেছি।`