টানা চারদিনে ৪৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনীর সঙ্গে টানা ১১ মাস সংঘাতের পর গত বছরের আগস্টে রাখাইনের সীমান্তবর্তী মংডু শহর নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। এরপর থেকেই কক্সবাজারের টেকনাফ এলাকায় জেলেদের জন্য আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে। নাফ নদ ও সমুদ্রে মাছ ধরতে গিয়ে বারবার বাংলাদেশি জেলেরা আরাকান আর্মির অপহরণের শিকার হচ্ছেন।