বিমানের উড্ডয়নের সময় বাতাসের টানে মৃত্যু
ইতালির মিলান বার্গামো বিমানবন্দরে উড্ডয়নের মুহূর্তে এক ব্যক্তি দৌড়ে রানওয়েতে প্রবেশ করে বিমানটির ইঞ্জিনে টেনে গিয়ে নিহত হয়েছেন। ভয়াবহ এই ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে, যখন একটি ফ্লাইট স্পেনের আস্তুরিয়াসের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। খবর সিএনএন-এর।