শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:৩৮, ৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:৪৯, ৯ অক্টোবর ২০২৫

ইতালিতে বোরকা-নিকাব নিষিদ্ধে নতুন বিল আনছে মেলোনি সরকার

ইতালিতে বোরকা-নিকাব নিষিদ্ধে নতুন বিল আনছে মেলোনি সরকার
ছবি: সংগৃহীত

ইতালির ক্ষমতাসীন দল ‘ব্রাদার্স অব ইতালি’ জনসমাগমস্থলে মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরিধান নিষিদ্ধ করার নতুন একটি বিল আনার উদ্যোগ নিয়েছে।

বুধবার (৮ অক্টোবর) পলিটিকো জানায়, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন এই ডানপন্থী দল পদক্ষেপটিকে ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই’ হিসেবে তুলে ধরেছে।

প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে দোকান, বিদ্যালয়, অফিসসহ সব ধরনের জনসমাগমস্থলে মুখ সম্পূর্ণ আবৃত রাখার পোশাক পরা নিষিদ্ধ হবে। আইন অমান্যকারীদের ৩০০ থেকে ৩ হাজার ইউরো (প্রায় ৪৩ হাজার থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা) পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

বিলের অন্যতম প্রণেতা ও সংসদ সদস্য আন্দ্রেয়া দেলমাস্ট্রো বুধবার তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ধর্মীয় স্বাধীনতা অবশ্যই পবিত্র, তবে তা আমাদের সংবিধান ও ইতালির নীতির প্রতি শ্রদ্ধা রেখে প্রকাশ্যে অনুশীলন করতে হবে।’ তিনি আরও জানান, এই আইন সরকারের বৃহত্তর ‘বিচ্ছিন্নতাবাদবিরোধী উদ্যোগের’ অংশ, যার লক্ষ্য ইতালির সামাজিক ঐক্য ও ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষা করা।

‘ব্রাদার্স অব ইতালি’ দলের অভিবাসনবিষয়ক প্রধান সারা কেলানি সংবাদ সম্মেলনে বলেন, বিলটির মূল উদ্দেশ্য মসজিদের অর্থায়ন ও ধর্মীয় তহবিলের উৎসের স্বচ্ছতা নিশ্চিত করা। এর পাশাপাশি এতে তিনটি প্রধান দিক অন্তর্ভুক্ত করা হয়েছে, পূর্ণ মুখাবরণ নিষিদ্ধ করা, জোরপূর্বক বিবাহ প্রতিরোধ, এবং রাষ্ট্রের অনুমোদনবিহীন ধর্মীয় সংগঠনের বিদেশি তহবিলের উৎস প্রকাশ বাধ্যতামূলক করা।

বোরকা এমন এক ধরনের পোশাক যা একজন নারীকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখে, যেখানে চোখের অংশে জালির মতো একটি আবরণ থাকে। অন্যদিকে নিকাব মুখের অধিকাংশ অংশ আচ্ছাদিত রাখে, তবে চোখ খোলা থাকে। ইউরোপের একাধিক দেশ ইতিপূর্বে নিরাপত্তা ও সামাজিক সংহতির কারণ দেখিয়ে এমন পোশাকে নিষেধাজ্ঞা জারি করেছে।

এই প্রস্তাবের মাধ্যমে মেলোনি সরকারের লক্ষ্য স্পষ্ট ইতালিতে ধর্মীয় পোশাকের সীমা নির্ধারণ করে তথাকথিত ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদ’ নিয়ন্ত্রণে আনা। তবে মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করেছে, এই আইন কার্যকর হলে তা ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে। সূত্র: আনাদোলু এজেন্সি

সদ্য সংবাদ/এমএ
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ