নির্বাচনের অপেক্ষায় দেশবাসী মুখিয়ে: আমীর খসরু
দেশবাসী এখন নির্বাচনের অপেক্ষায় মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরাম আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। আমীর খসরু বলেন, `আজ সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচিত সরকার এলে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে, সব ধরনের সমস্যার সমাধান হবে।`