সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

আন্দোলন

আন্দোলন

এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়লো আবারও

এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়লো আবারও

টানা আন্দোলনের পর এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এই ভাতা তারা দুই ধাপে পাবেন। মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশের মধ্যে ৭ দশমিক ৫ শতাংশ ভাতা ১ নভেম্বর থেকে পাবেন। বাকি ৭ দশমিক ৫ শতাংশ ভাতা কার্যকর হবে আগামী বছরের ১ জুলাই থেকে। বিষয়টি নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

শিক্ষকদের সঙ্গে বিএনপির একাত্মতা, শহীদ মিনারে নেতারা

শিক্ষকদের সঙ্গে বিএনপির একাত্মতা, শহীদ মিনারে নেতারা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিকে সমর্থন জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সোমবার বেলা সাড়ে ১১টায় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তিনি বলেন, বর্তমান সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ যথেষ্ট নয় এবং তাই সরকারের প্রতি বিশেষ বিবেচনার আহ্বান জানাচ্ছি। শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, `শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি রয়েছে এবং থাকবে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা জাতীয়করণ করা হবে, যাতে শিক্ষকদের আর আন্দোলনে আসতে না হয়।`

‘ভুখা মিছিল’ থেকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

‘ভুখা মিছিল’ থেকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

শহীদ মিনার থেকে শুরু করে মাজার রোড পর্যন্ত শিক্ষকরা ভূখা মিছিল করেছে। মিছিল থেকে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন। ক্লাস ছেড়ে বের হওয়া হাজারো শিক্ষার্থী ও শিক্ষক সকালে খালি থালা-প্লেট হাতে মিছিল করেন, পুলিশ মিছিল আটকে দিলে পরিস্থিতি আরো তীব্র হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার শিক্ষকদের সমস্যাগুলো গুরুত্বসহকারে নেওয়ায় ব্যর্থ হয়েছেন। তারা বলেন, সংকট নিরসনে এবং শিক্ষকদের দাবির বাস্তবসম্মত সমাধানে তিনি কোনো কার্যকর উদ্যোগ নেননি। বরং প্রশাসনিক কয়েকজনের নকশামাফিক কাজ করছেন।