শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৭, ২২ অক্টোবর ২০২৫

বিদেশি তাঁবেদার থেকে দেশ রক্ষার সুযোগ তৈরি হয়েছে: রেজাউল করিম

বিদেশি তাঁবেদার থেকে দেশ রক্ষার সুযোগ তৈরি হয়েছে: রেজাউল করিম
ছবি: সংগৃহীত

গত ৫৩ বছর দেশের মানুষ চিন্তার ব্যবধানের কারণে পরগাছার মতো অন্যের ওপর নির্ভর করায় ইসলাম নামের গাছকে শক্তভাবে দাঁড় করানোর চেষ্টা কেউ করেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ভোলা জেলা পরিষদ হল রুমে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের আয়োজনে ‘ইসলামী সমাজ ব্যবস্থা ও কল্যাণ রাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, '২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে কাজ করার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। দেশ রক্ষা, মানবতার কল্যাণ এবং বিদেশি তাঁবেদারদের প্রভাব থেকে দেশকে মুক্ত রাখার জন্য এখনই সময় পদক্ষেপ নেওয়ার। ইসলামী দলগুলো ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি ব্যালট বাক্স থাকবে। এ ঘোষণার পর এক শ্রেণির মানুষ অস্থির হয়ে উঠেছে এবং কিছু আলেমকে কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।'

 তিনি বলেন, 'সারা দেশে ইসলামের পক্ষে যে পরিবেশ তৈরি হয়েছে তা কাজে লাগাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ধিক্কার দেবে। তিনি বলেন, আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে পারি, তাহলে চোর, চাঁদাবাজ, খুনি, জালেম এবং বিদেশি তাঁবেদাররা আর এ দেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না।'

পীর সাহেব চরমোনাই অভিযোগ বলেন, 'গত ৫৩ বছর যারা মানবরচিত নীতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের শাসনে দেশ বারবার দুর্নীতিতে প্রথম হয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার করে তারা বেগমপাড়া তৈরি করেছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার বলেছিল হাসিনা পালায় না, কিন্তু আল্লাহর কুদরতে সে ভাত পাক করেও খেতে পারেনি।'

আসন্ন নির্বাচনে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে, হাতছাড়া করা যাবে না।'

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের সভাপতি মুফতি ইয়াসিন নবীপুরি। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা শফিউদ্দীন, সেক্রেটারি মাওলানা আবু সালেহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, ভোলা-৪ আসনের প্রার্থী প্রফেসর মাওলানা কামাল উদ্দিন এবং ভোলা-২ আসনের প্রার্থী মাওলানা রেজাউল করিম বোরহানী।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ