রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

অবরোধ

অবরোধ

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দ্রুত সড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা অবরোধের পর কুষ্টিয়া জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা। এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান তারা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৩ টা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ‘ব্লকেড কর্মসূচি’ নামে অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবস্থানরত এক শিক্ষার্থী বলেন, `কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বড় অংশ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করতে হচ্ছে। এর আগে কয়েক দফায় আমরা মিটিং মিটিং খেলা খেলেছি। এবার মাঠে সমাধান হবে।`

কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার

কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা এখনো সাতরাস্তা মোড়ে অবস্থান করছেন। চার দফা দাবিতে আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের ফলে সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সংশ্লিষ্ট সড়কগুলোয় সৃষ্টি হয় তীব্র যানজট। বেলা দুইটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। অবরোধ প্রত্যাহার করায় সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল শুরু হয়েছে।