অন্তর্বর্তী সরকারের মেয়াদে ১৬০৪ বার অবরোধ করেছে ১২৩টি সংগঠন
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদে আন্দোলন তথা প্রতিবাদ বিক্ষোভের নামে এ পর্যন্ত ১৬০৪ টি সড়ক অবরোধ হয়েছে। তিনি বলেন, ১২৩টি সংগঠন এ অবরোধ করেছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান তিনি।