নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। শনিবার রাত ৯টা ৫৮ মিনিটের দিকে এই ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, আধা ঘণ্টার ব্যবধানে পুলিশের উপস্থিতিতেই কার্যালয়ের সামনে ককটেল দুটি বিস্ফোরিত হয়। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। তবে বিস্ফোরণে কেউ গুরুতর আহত না হলেও সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. জসিম অল্পের জন্য আহত হওয়া থেকে রক্ষা পান।
এ ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই আশপাশে নিরাপত্তা জোরদার করা হয় এবং পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে। কে বা কারা এই হামলার পেছনে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।