রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
পাবনায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান উল্টে স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৩:০৮, ১০ অক্টোবর ২০২৫

কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা করিনি: নুর

কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা করিনি: নুর
ছবি: ফেসবুক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর জানিয়েছেন, তিনি ও তার দল কোন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করেনি। তিনি বলেন, কারও সঙ্গে কোন আসন সমঝোত হয়নি, বরং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে দলটি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

তিনি লেখেন, ‘আচ্ছা, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল-তমুক দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত এক বছরে অন্তত এক শবার মিডিয়ার সামনে বিভিন্ন প্রগ্রামে বলেছি, আমাদের কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি।’

তিনি আরও লেখেন ‘আচ্ছা, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল তমুক দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত ১ বছরে অন্তত এক শ-বার মিডিয়ার সামনে বিভিন্ন প্রগ্রামে বলেছি, আমাদের কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি। তবে নির্বাচন ঘনিয়ে আসায় বর্তমানে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের সঙ্গে আলাপ-আলোচনার পাশাপাশি আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়া নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬টি আসনে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।

নুর লেখেন, ‘আশা করি এ মাসের মধ্যেই পর্যায়ক্রমে বাকি আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে। তাহলে আপনারা আমাদের বক্তব্য না নিয়ে মনগড়া বা অনুমাননির্ভর নিউজ করে কেন বিভ্রান্তি ছড়াচ্ছেন? অযথা মনগড়া বা অনুমাননির্ভর সংবাদ করে বা কথা বলে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ করা হলো।’

স্ট্যাটাসের শেষে তিনি দলের দুই দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ও ফোন নম্বর দিয়ে বলেন, কোনো তথ্যের প্রয়োজনে আশা করি, এই দুইজনের সঙ্গে যোগাযোগ করবেন।

সর্বশেষ