চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বহনকারী বিমান অবতরণ করলে দলটির কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, শারীরিক জটিলতার কারণে নুরুল হক নুরকে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন বলে দাবি করেছে গণঅধিকার পরিষদ। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাতেই তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে টানা ১৮ দিন চিকিৎসা নেওয়ার পর তিনি বাসায় ফেরেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরলেন।



























