বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:৩৯, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:১৪, ২০ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনের দিন ভিলেন বানানো হয়েছিল, অভিযোগ আবিদের

ডাকসু নির্বাচনের দিন ভিলেন বানানো হয়েছিল, অভিযোগ আবিদের
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ কেন্দ্রীয় ডাকসু নির্বাচনের দিন তাকে ভিলেন বানানো হয়েছিল বলে অভিযোগ করেছেন ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে এই অভিযোগ করেন তিনি। 

আবিদ বলেন, ‘কেউ আমাকে রাজনীতিতে নিয়ে যায়নি, আমিই রাজনীতি খুঁজে নিই। গেস্টরুমের তিক্ত অভিজ্ঞতা থেকে ফেসবুক ঘেটে ছাত্রদলের রাজনীতিতে জড়াই।’

ডাকসুর ভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটের দিন সকালে আমাকে ভিলেন বানালো হলো, রিটার্নিং কর্মকর্তাই সাংবাদিকদের বিভ্রান্ত করেন। অসঙ্গতি যেগুলো আমরা পেয়েছি, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা আগের রাজনৈতিক কালচারে না গিয়ে নতুন সংস্কৃতিতে এগিয়ে গেছি।’

ডাকসু নির্বাচনে অসঙ্গতিগুলো নিয়ে প্রশাসন যথাযথ জবাব দিতে পারলে ২০২৫ সালের নির্বাচন নিয়েও পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন এই ছাত্রদল নেতা।

শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনী ইশতেহারে ১০ দফা দিয়েছিলাম। জয়-পরাজয় মুখ্য নয়, প্রতিশ্রতি বাস্তবায়নে আমাদের কাজ চলমান থাকবে।’

সর্বশেষ