সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২৩:৩১, ৯ সেপ্টেম্বর ২০২৫

‘সরি টু সে, মাসল পাওয়ার দেখানোর রাজনীতি বাংলাদেশে আর চলবে না’

‘সরি টু সে, মাসল পাওয়ার দেখানোর রাজনীতি বাংলাদেশে আর চলবে না’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দেওয়ার ঘটনায় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসকে কঠোর সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেস ব্রিফিং চলাকালীন এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মির্জা গালিব লিখেন, ‘সরি টু সে, বিশ্ববিদ্যালয়ের ভিসির সামনে টেবিল চাপড়াইয়া ক্ষমতা দেখানোর, মাসল পাওয়ার দেখানোর যে রাজনীতি—এইটা বাংলাদেশে আর চলবে না। একটা জয়-পরাজয় এক বছরের জন্য মাত্র, কিন্তু ব্যক্তিত্ব আর চরিত্রের ইস্যু বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যতের প্রশ্ন।’

ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ ভঙ্গিতে ভিসিকে উদ্দেশ করে কঠোর ভাষায় কথা বলছেন গণেশ চন্দ্র রায় সাহস। তিনি অভিযোগ করেন, নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখা হয়নি। এসময় তিনি টেবিল চাপড়ে ভিসিকে ধমক দেন। পরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাকে শান্ত করার চেষ্টা করেন। উত্তরে ভিসি গণেশকে বলেন, ‘আপনি চুপচাপ বসে যান।’

ঘটনার সময় বিএনপিপন্থী শিক্ষক ও পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ কয়েকজন বিএনপিপন্থী শিক্ষক উপস্থিত ছিলেন।
 

সর্বশেষ