শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৮, ২৫ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৪৮, ২৫ আগস্ট ২০২৫

‘একজন মুক্তিযোদ্ধা হিসাবে কি আমার বাঁচার অধিকার নেই’

‘একজন মুক্তিযোদ্ধা হিসাবে কি আমার বাঁচার অধিকার নেই’
ছবি: সংগৃহীত

আমাকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে, তবে সংবিধান অনুযায়ী আমার বাঁচার অধিকার আছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, ‘যদি আমার কোনো কথা কারও কষ্ট দায়, তারা চাইলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন বা আমাকে গ্রেফতার করতে পারেন। কিন্তু আমাকে হত্যা করার কথা বলার কোনো অধিকার কারো নেই। একজন মুক্তিযোদ্ধা হিসাবে কি আমার বাঁচার অধিকার নেই।’

সোমবার (২৫ আগস্ট) দুপুরে হাইকোর্টের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, তার বাসার সামনে ৭ থেকে ৮ জন যুবক-যুবতী বিভিন্ন শ্লোগান দিচ্ছেন এবং পাশাপাশি ফ্রান্স থেকে দুই ইউটিউবার তাকে হত্যার হুমকি দিচ্ছে।

ফজলুর রহমান বলেন, ‘যারা ৫ আগস্টের ঘটনা ঘটিয়েছে, তাদের কালো শক্তি বলে আমি উল্লেখ করিনি। আমি চাই, সকলের বক্তব্য শোনা হোক। যদি প্রমাণ মেলে, আমি ক্ষমা চাইতে প্রস্তুত। তবে মুক্তিযোদ্ধা বিষয়ে আপোস করবো না। মৃত্যুর ভয় আমাকে অচল করতে পারবে না।’

বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের প্রসঙ্গে তিনি জানান, রোববার রাত ৯টার দিকে নোটিশটি তার কাছে পৌঁছে। একজন বার্তাবাহক তার বাসায় নোটিশ পৌঁছে দিয়েছেন। তিনি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন, নোটিশের জবাব দেওয়ার।