উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, সবার মুখোশ উন্মোচন করা হবে

জুলাই সনদের সংস্কার বাস্তবায়নে বাধা দিলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, ‘উপদেষ্টা হোক কিংবা রাজনীতিবিদ সবার মুখোশ উন্মোচন করা হবে জনগণের সামনে’।
রোববার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
সারজিস আলম পোস্টে লেখেন, জুলাই সনদ কার্যকর হওয়ার নিশ্চয়তা পাওয়ার আগ পর্যন্ত অন্য কোনো আলোচনার সুযোগ নেই। সংস্কার বাস্তবায়নে যিনি বা যারা বাধা হয়ে দাঁড়াবেন, তাদের মুখোশ খোলা হবে।
তিনি আরও লেখেন, ‘সাবধান থাকতে হবে। কে কী করছেন কিংবা কী করতে চাইছেন কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো প্রাণ নিয়ে পালিয়ে গেছেন, কিন্তু অন্যদের সে সুযোগ নাও মিলতে পারে। জনগণ এতটা উদার নয়। ক্ষমতার আসনে বসা সবার পরিণতি জনগণই ঠিক করবে।’