বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ২২ জুলাই ২০২৫

পতিত ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে: নুরুল হক

পতিত ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে: নুরুল হক
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানিয়েছেন, পতিত স্বৈরাচার ও তার সহযোগীরা বিভিন্ন ইস্যুতে গঠিত আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের শরিকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা। যৌক্তিক ইস্যুতে নিয়মতান্ত্রিক প্রতিবাদ ও আন্দোলন হওয়া উচিত, তবে যেকোনো ঘটনার অতিরিক্ত বা অতিরঞ্জিত ব্যাখ্যায় সতর্ক থাকতে হবে।’

নুরুল হক নুর আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের মনে রাখতে হবে, পতিত ফ্যাসিবাদ আবারও ফিরে আসার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের রয়েছে ১৬ বছরের লুটপাট ও বৈধ-অবৈধ উপায়ে অর্জিত বিপুল অর্থ, পাশাপাশি রয়েছে প্রতিবেশী ও বিদেশি ফ্যাসিবাদপন্থী বিভিন্ন গোষ্ঠীর সমর্থন।’

তিনি সবাইকে যেকোনো পরিস্থিতিতে সচেতন থাকার আহ্বান জানান। পোস্টের শেষাংশে তিনি প্রার্থনা করে লেখেন, ‘হে আল্লাহ, আমাদের সকলকে বিপদ-আপদ থেকে হেফাজত করুন, বাংলাদেশের উপর আপনার খাস রহমত বর্ষণ করুন।’