বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ১৯ জুলাই ২০২৫

আপডেট: ১১:৪৬, ১৯ জুলাই ২০২৫

‘আমি কি এনসিপিকে খেয়ে ফেলব?’, নীলা ইসরাফিলের প্রশ্ন

‘আমি কি এনসিপিকে খেয়ে ফেলব?’, নীলা ইসরাফিলের প্রশ্ন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অভ্যন্তরীণ কোন্দল নতুন মোড় নিয়েছে দলটির সদস্য নীলা ইসরাফিলের একটি ক্ষোভভরা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পর নীলা দলীয় পদযাত্রা কর্মসূচি থেকে বাদ পড়েন।

 শনিবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে তিনি নিজের সামাজিক মাধ্যমে স্পষ্ট ও কড়া ভাষায় দলের নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নীলা লেখেন, ‘আমি কি এনসিপিকে খেয়ে ফেলব? আমি কি এনসিপিকে ভেঙে ফেলব? আমি কি এনসিপিকে ‘লেংটা’ করার জন্য নিযুক্ত? নাকি এই কথাগুলো বলা হচ্ছে কারণ আমি প্রশ্ন করতে শিখেছি?’

তিনি দাবি করেন, দলকে গঠন করতে গিয়ে তিনি বছরের পর বছর প্রচার, কনটেন্ট তৈরি, রাস্তায় ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে লড়াই করেছেন। অথচ, সারোয়ার তুষারের বিরুদ্ধে নির্যাতন, মিথ্যাচার, দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তিনি দিব্যি রাজনীতি করতে পারছেন। পক্ষান্তরে, একজন নারীর পক্ষ হয়ে দাঁড়ানোয় তাকেই দলীয় কর্মসূচি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

‘এনসিপি কি এতটাই দুর্বল, এতটাই নীতিহীন, এতটাই অপারগ, যে একজন নীলা ইসরাফিলের বক্তব্যেই নাকি সব ধসে পড়ে?’ — এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমি কাউকে খাই না, কাউকে ভাঙি না, শুধু সত্যটা বলি। আর সত্য বললেই যদি একটা দল কেঁপে ওঠে, তাহলে সমস্যা সত্যে না, সমস্যা সেই দলের ভিতরে।’

নীলার অভিযোগ, দলের ভেতরে কিছু সুবিধাবাদী ও বিকৃত মানসিকতার মানুষ আছেন, যারা সত্য বললেই তা ব্যক্তিগত আক্রমণ হিসেবে নিয়ে দল ভাঙার অভিযোগ তোলেন।

এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পরেও এনসিপি এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি, বরং অভিযোগকারী নীলা ইসরাফিলকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।