রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৭, ৮ নভেম্বর ২০২৫

আপডেট: ০২:৪৪, ৮ নভেম্বর ২০২৫

যারা সংস্কারের কথা বেশি বলত, তারা সংস্কারবিরোধী রাজনীতিতে নেমেছে: আসিফ মাহমুদ

যারা সংস্কারের কথা বেশি বলত, তারা সংস্কারবিরোধী রাজনীতিতে নেমেছে: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা আগে সংস্কারের কথা বলতেন, তারাই এখন সংস্কারবিরোধী রাজনীতিতে জড়িয়ে পড়েছেন, যা দেশের জন্য ক্ষতিকর।

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “আমরা দেখেছি যারা সংস্কারের কথা বেশি বলত, তারা এখন সংস্কারবিরোধী রাজনীতিতে নেমে পড়েছে। আমরা জানি না, এর পরিণাম তাদের জন্য কী হবেতবে দেশের জন্য এটা নিঃসন্দেহে ক্ষতিকর।”

তিনি বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তিনটি বিষয় নিয়ে আলোচনা চলছিল—সংস্কার, বিচার ও গণতান্ত্রিক রূপান্তর। বিচারের ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে, আগামী ১৩ নভেম্বর একটি রায় ঘোষণার কথা রয়েছে। আর এই বিচার প্রক্রিয়াকে ঘিরেই ফ্যাসিবাদী শক্তি ঢাকায় লকডাউন ডেকেছে।”

গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে তিনি বলেন, “সংসদে ৩০০ জন যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে—এদের মধ্যে কয়জনের কাছে ২০ কোটি টাকা আছে? টাকা ছাড়া আজ নির্বাচন করা সম্ভব নয়। যাদের কাছে অর্থ আছে তারাই প্রার্থী হতে পারে। আর যারা অন্যের টাকা নিয়ে নির্বাচন করে, তাদের সেই টাকার বিনিময়ে স্বার্থ রক্ষা করতে হয়।”

তিনি আরও বলেন, “আমরা বলি নতুন রাজনৈতিক বন্দোবস্ত—কিন্তু সেটা আসলে কী, সেটার কোনো স্পষ্ট রূপরেখা কেউ দিতে পারে না। কিছু জনপ্রিয় কার্যক্রম বা পপুলিস্ট রাজনীতি করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলা যায় না।”

রাজনৈতিক দলগুলোর প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, “৫ আগস্টের পর যারা বিপ্লবের স্টেকহোল্ডার ছিলেন, তাদের কেউ কেউ রিয়েকশনাল রাজনীতিতে গিয়ে আবার মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলেছেন। এতে কার কী উপকার হলো?”

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজাহার, কর্নেল (অব.) হাসিনুর রহমান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম প্রমুখ।