রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২২:০৭, ৭ নভেম্বর ২০২৫

১০-২০ কোটি টাকা না থাকলে কারো নির্বাচন করা সত্যিই কঠিন’: আসিফ মাহমুদ

১০-২০ কোটি টাকা না থাকলে কারো নির্বাচন করা সত্যিই কঠিন’: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বর্তমান বাস্তবতায় ১০ থেকে ২০ কোটি টাকা না থাকলে কোনো ব্যক্তির পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নভেম্বর থেকে জুলাই: বিপ্লব থেকে বিপ্লবে’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘২০ কোটি টাকা না থাকলে কেউ নির্বাচন করতে পারবেন না। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় অন্তত ১০-২০ কোটি টাকা না থাকলে কারো নির্বাচনে অংশ নেওয়া সত্যিই কঠিন।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘এমন অবস্থায় যাদের হাতে কালো টাকা আছে, তারাই মূলত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান। কেউ যদি কারও কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করেন, তাহলে নির্বাচিত হওয়ার পর তাকে সেই ব্যক্তির স্বার্থই রক্ষা করতে হয়। ব্যবসায়ী বা অন্য কারো কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচন করলে নির্বাচনের পর তাদের চাহিদা পূরণ করতেই হয়।’

তিনি বলেন, ‘আমাদেরও ভাবতে হয়, আমরা আদৌ নির্বাচনে যাব কি না। গেলে কীভাবে যাব। টাকা ছাড়া মানুষ ভোট দেবে কি না এই প্রশ্নও আছে। বিদ্যমান কাঠামোয় নির্বাচনে অংশ নেওয়া কতটা বাস্তবসম্মত, সেটাও বিবেচ্য। কেউ কেউ জোহরান মামদানির উদাহরণ দেন, কিন্তু সেটা ব্যতিক্রমী ঘটনা। এমন ব্যতিক্রম ৩০০ আসনে ঘটানো সম্ভব নয়।’

আলোচনা সভায় কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কোনো বৈধতা নেই। নতুন রাষ্ট্র বিনির্মাণে গণ-অভ্যুত্থানের পর গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হয়, যার মাধ্যমে নতুন রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে।