শনিবার দেশে ফিরছেন শহিদুল আলম
বাংলাদেশি খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম শনিবার (১১ অক্টোবর) ভোরে দেশে ফিরছেন। তিনি সকাল ৪টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছাড়ার কথা রয়েছে শহিদুল আলমের।
এর আগে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান তুরস্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ইসরায়েলে আটক হওয়ার পর শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করতে জর্ডান, মিশর এবং তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
শহিদুল আলমের মুক্তি ও দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মানবাধিকারকর্মী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে স্বস্তি ও প্রশংসার সুর শোনা যাচ্ছে।



























