মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৬:৩৫, ৪ অক্টোবর ২০২৫

ইসরায়েল ব্যর্থ হবে, ফিলিস্তিন মুক্ত হবে: শহিদুল আলম

ইসরায়েল ব্যর্থ হবে, ফিলিস্তিন মুক্ত হবে: শহিদুল আলম
ছবি: সংগৃহীত

গাজায় চলমান গণহত্যা ঠেকাতে বিশ্ব নেতাদের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বিশ্ব নাগরিকেরা নিজেদের উদ্যোগে শুরু করেছেন এক নজিরবিহীন পদক্ষেপ-‘থাউজ্যান্ড ম্যাডলিনস’।

প্রতীকী হলেও এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় সমুদ্রযাত্রা বহর, যেখানে অসংখ্য নৌযান একসঙ্গে গাজামুখী হয়েছে অবরোধ ভাঙার লক্ষ্যে-উল্লেখ করেছেন ‘কনসায়েন্স’ ফ্লোটিলায় থাকা বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম।

শহিদুল আলম তার এক ফেসবুক পোস্টে এই নৌ-আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন।

শহিদুল আলম জানান, সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’ ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইতালির ওত্রান্তো থেকে যাত্রা শুরু করে। ২ অক্টোবরের মধ্যেই ইসরায়েলি বাহিনী সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ আটক করে। একটি জাহাজ প্রাথমিকভাবে আটক এড়াতে পারলেও পরে সেটিও ইসরায়েলের দখলে যায়।

শহিদুল আলম লিখেছেন, ‘কনসায়েন্স’ ছাড়াও আরও আটটি নৌকা এবং ফ্লোটিং ফ্রিডম কোয়ালিশনের দুটি জাহাজ বর্তমানে গাজা অভিমুখে রয়েছে। তবে তাদের অবস্থার সর্বশেষ খবর নিশ্চিত হওয়া যায়নি। দ্রুতগামী হওয়ায় কনসায়েন্স মাঝসমুদ্রে তাদের সঙ্গে মিলিত হয় এবং পরে সিদ্ধান্ত নেয়, সবাই একসঙ্গে গাজা অভিমুখে এগোবে।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই সম্মিলিত যাত্রাই আসলে জনগণের শক্তির বহিঃপ্রকাশ। তার ভাষায়-‌‌‘যা-ই পরিকল্পনা করুক না কেন, ইসরায়েল এই মানবসাগরকে থামাতে পারবে না। যদি আমাদের আটকানো হয়, অন্যরা আসবে। ইতিহাসে কোনো স্বৈরশাসকই জনগণের শক্তির কাছে টিকে থাকতে পারেনি। ইসরায়েলও ব্যর্থ হবে। ফিলিস্তিন মুক্ত হবে।’

সর্বশেষ