ফ্লোটিলা থেকে শহীদুল আলম ‘গাজার কাছাকাছি চলে আসছি’
৪৩টি জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি বাদে বাকি সব জাহাজ আটক করার দাবি করেছে ইসরায়েল। তবে এতগুলো জাহাজ সত্যিই আটক হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয়।
এই পরিস্থিতিতে ফ্লোটিলায় থাকা বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম দুই দফায় ভিডিও বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম ভিডিওটি জাহাজের কক্ষে দিয়ে তিনি জানান, উত্তাল সমুদ্রের কারণে তিনি কিছুটা অসুস্থ হয়েছেন।
রাত ১০টার দিকে দেওয়া দ্বিতীয় ভিডিওতে শহিদুল আলম জাহাজের ছাদ থেকে আশপাশের দৃশ্য তুলে ধরেন। ভিডিওতে তিনি ইসরায়েলি হস্তক্ষেপ নিয়ে কিছু বলেননি, তবে জানিয়েছেন, ‘আমি গাজার কাছাকাছি চলে এসেছি।’
তিনি আরও জানান, অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হয়ে অনেকেই তার খোঁজ নিয়েছেন, তবে সবার আলাদা আলাদা উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। ক্যাপশনে শহিদুল লিখেছেন, ‘আজ বমি করে পড়েছিলাম, তবে গুরুতর কিছু হয়নি। জাহাজে ২০ জন ডাক্তার ও নার্স রয়েছেন, ফলে চিকিৎসাসেবা ভালোই পাচ্ছি। যে মনোযোগ পেয়েছি, তা আমাকে ভীষণ ভালো লেগেছে। আমার ভাগ্নী মাওলি বলতো, আমি একজন ডাম্রা কুইন। আমি গাজার কাছাকাছি চলে এসেছি।’
ভিডিওতে তাকে হাসিমুখে সহযাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে এবং আশপাশের সাগরের চিত্র তুলে ধরতে দেখা গেছে।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ, যার মাধ্যমে গাজার অবরুদ্ধ জনগণের জন্য সমুদ্রপথে ত্রাণ পাঠানো হচ্ছে। ফ্লোটিলায় ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও সংসদ সদস্য অংশ নিয়েছেন।
ইসরায়েলের দাবি অনুযায়ী, তারা একটি বাদে বাকি সব জাহাজ আটক করেছে। তবে এই দাবির যথার্থতা এখনো ধোঁয়াশায় আছে।



























