মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০০:২০, ৩ অক্টোবর ২০২৫

ফ্লোটিলা থেকে শহীদুল আলম ‘গাজার কাছাকাছি চলে আসছি’

ফ্লোটিলা থেকে শহীদুল আলম ‘গাজার কাছাকাছি চলে আসছি’
ছবি: সংগৃহীত

৪৩টি জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি বাদে বাকি সব জাহাজ আটক করার দাবি করেছে ইসরায়েল। তবে এতগুলো জাহাজ সত্যিই আটক হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয়।

এই পরিস্থিতিতে ফ্লোটিলায় থাকা বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম দুই দফায় ভিডিও বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম ভিডিওটি জাহাজের কক্ষে দিয়ে তিনি জানান, উত্তাল সমুদ্রের কারণে তিনি কিছুটা অসুস্থ হয়েছেন।

রাত ১০টার দিকে দেওয়া দ্বিতীয় ভিডিওতে শহিদুল আলম জাহাজের ছাদ থেকে আশপাশের দৃশ্য তুলে ধরেন। ভিডিওতে তিনি ইসরায়েলি হস্তক্ষেপ নিয়ে কিছু বলেননি, তবে জানিয়েছেন, ‘আমি গাজার কাছাকাছি চলে এসেছি।’

তিনি আরও জানান, অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হয়ে অনেকেই তার খোঁজ নিয়েছেন, তবে সবার আলাদা আলাদা উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। ক্যাপশনে শহিদুল লিখেছেন, ‘আজ বমি করে পড়েছিলাম, তবে গুরুতর কিছু হয়নি। জাহাজে ২০ জন ডাক্তার ও নার্স রয়েছেন, ফলে চিকিৎসাসেবা ভালোই পাচ্ছি। যে মনোযোগ পেয়েছি, তা আমাকে ভীষণ ভালো লেগেছে। আমার ভাগ্নী মাওলি বলতো, আমি একজন ডাম্রা কুইন। আমি গাজার কাছাকাছি চলে এসেছি।’

ভিডিওতে তাকে হাসিমুখে সহযাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে এবং আশপাশের সাগরের চিত্র তুলে ধরতে দেখা গেছে।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ, যার মাধ্যমে গাজার অবরুদ্ধ জনগণের জন্য সমুদ্রপথে ত্রাণ পাঠানো হচ্ছে। ফ্লোটিলায় ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও সংসদ সদস্য অংশ নিয়েছেন।

ইসরায়েলের দাবি অনুযায়ী, তারা একটি বাদে বাকি সব জাহাজ আটক করেছে। তবে এই দাবির যথার্থতা এখনো ধোঁয়াশায় আছে।

সর্বশেষ