বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়লে দেশের অর্থনীতিতে ক্ষতিও বাড়বে: ফাহমিদা খাতুন

অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়লে দেশের অর্থনীতিতে ক্ষতিও বাড়বে: ফাহমিদা খাতুন
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত দীর্ঘ হবে, দেশের অর্থনীতি তত ক্ষতির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংক একীভূতকরণ নিয়ে ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. ফাহমিদা বলেন, একটি দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। রাজনীতি ও অর্থনীতি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অন্তর্বর্তী সরকার দীর্ঘ হলে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বেই।

ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে তিনি বলেন, এই প্রক্রিয়া জটিল। বাংলাদেশ ব্যাংক যদিও দুই বছরের সময়সীমার কথা বলছে, তবে বাস্তবে তিন থেকে চার বছর লাগতে পারে। বর্তমানে দেশে প্রয়োজনের তুলনায় ব্যাংকের সংখ্যা অনেক বেশি। লাইসেন্স দেওয়া হয়েছে ব্যক্তিস্বার্থে, জনগণের কল্যাণের জন্য নয়। ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরাতেই কেন্দ্রীয় ব্যাংক একীভূতকরণের পথে হাঁটছে। তবে অতীতে এর ভালো কোনো দৃষ্টান্ত নেই।

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংক একীভূত করার পরিকল্পনা নিয়েছে। এতে ওই ব্যাংকগুলোর সম্পদ দাঁড়াবে পুরো ব্যাংক খাতের ৮ দশমিক ৪ শতাংশে। অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে খরচ কমানোর পরিকল্পনা রয়েছে। সফল হলে ব্যাংক খাত এগিয়ে যাবে, ব্যর্থ হলে এর দায়ভার বর্তমান কর্তৃপক্ষকে নিতে হবে।

ফাহমিদা খাতুন মনে করেন, সফলতার জন্য বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নতুন আইন প্রণয়ন ও আইন বাস্তবায়নকারীদের সততা নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট ক্ষমতা থাকা সত্ত্বেও কার্যকরভাবে কাজ করতে পারেনি। তিনি অভিযোগ করেন, আর্থিক খাতের মাফিয়াদের অনৈতিক সুবিধা দিতে ব্যাংকগুলো সহায়ক ভূমিকা পালন করেছে। ইসলামী ব্যাংকসহ একাধিক ব্যাংক লুণ্ঠনের শিকার হয়েছে।

তিনি আরও বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত একটি স্থিতিশীল সরকার দরকার। যে সরকার অনিয়ম থেকে শিক্ষা নিয়ে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নেবে। তার মতে, ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরবে, বিনিয়োগ বাড়বে এবং ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

বিতর্ক প্রতিযোগিতায় সাউথইস্ট ইউনিভার্সিটি সরকারি দল হিসেবে এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বিরোধী দল হিসেবে অংশ নেয়। শেষ পর্যন্ত বিরোধী দল জয়ী হয়।
 

সর্বশেষ