বাংলাদেশ বেতারের পরিচালকের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক শফিকুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। তিনি বিসিএস (তথ্য) ক্যাডারের ১৮তম ব্যাচের সদস্য ছিলেন।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ বেতারের পরিচালক শফিকুল আলমের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে শফিকুল আলম মৃত্যুবরণ করেন।