শিগগিরই আসছে জাতীয় বন্দর কৌশল: নৌ উপদেষ্টা
দেশের স্থল, নৌ ও সমুদ্রবন্দরগুলোর দীর্ঘমেয়াদি উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে সরকার ‘ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি’ প্রণয়ন করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মিলনায়তনে আয়োজিত 'ওয়ার্কশপ অন কাস্টমস অ্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট: প্রবলেমস, প্রসপেক্টস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য দেন।
নৌ উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, 'আমদানি-রপ্তানিকৃত পচনশীল পণ্য সংরক্ষণের জন্য মোংলা বন্দরে কোল্ড চেম্বার স্থাপনের পরিকল্পনা রয়েছে। সঠিকভাবে সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে রূপান্তর করা সম্ভব।'
কর্মশালায় ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী জানান, 'জাতীয় বন্দর কৌশলের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি বছরের মধ্যেই তা অনুমোদন দেওয়া হবে। তিনি আরও বলেন, সম্প্রতি চট্টগ্রাম বন্দরের জন্য বর্ধিত মাশুল আরোপ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।'
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান বলেন, বড় জাহাজের চলাচল নির্বিঘ্ন রাখতে বিকল্প একটি গভীর সমুদ্রবন্দর অপরিহার্য। পাশাপাশি বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে স্বয়ংসম্পূর্ণ নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি।
কর্মশালায় আলোচকরা কাস্টমস ও রাজস্ব প্রক্রিয়া পূর্ণ স্বয়ংক্রিয়করণ, অফ ডকের ধারণক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি খাতের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।



























