ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দিয়েছে ইসি

নির্বাচন কমিশন (ইসি)আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে রোডম্যাপ অনুমোদন করেছে। বুধবার (২৭ আগস্ট) রোডম্যাপের অনুমোদন দিয়ে জানিয়েছেন নির্বাচন আয়োজনের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু হচ্ছে।
এর আগে গত রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ নির্বাচনের রোডম্যাপের বিস্তারিত তুলে ধরেন। এর আগে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে চার কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত করেন।
এদিকে, সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি শুরু হয়েছে গত ২৪ আগস্ট এবং চলবে ২৭ আগস্ট পর্যন্ত। ইতোমধ্যেই প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। ইসির তথ্য অনুযায়ী, খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর, যার ওপর আপত্তি জানানো যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশিত হবে আগামী ২০ অক্টোবর।
ভোট সংশ্লিষ্ট মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধে ইসি সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভোটারদের তথ্য যাচাইয়ের গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দিয়েছেন।