বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪০, ২১ আগস্ট ২০২৫

আপডেট: ২২:৪০, ২১ আগস্ট ২০২৫

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান
ছবি: সংগৃহীত

'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা নিরপেক্ষ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলকভাবে আয়োজনের জন্য বিভাগীয় কমিশনার ও জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি এই আহ্বান জানান। সভায় বিভাগীয় কমিশনার ও জেলাপ্রশাসকরা অনলাইনে যুক্ত ছিলেন।

উপদেষ্টা বলেন, নতুন প্রজন্মের সাংস্কৃতিক বিকাশ এবং প্রতিভা অন্বেষণের লক্ষ্যে দীর্ঘদিন পর ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা পুনরায় শুরু হচ্ছে। এই আয়োজন তৃণমূল পর্যায় থেকে সবচেয়ে মেধাবী শিশু-কিশোরদের তুলে আনার একটি সুযোগ। তবে স্থানীয় পর্যায়ে যদি প্রতিভাবানদের যথাযথভাবে বাছাই করা না যায়, তাহলে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার মান ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল সম্প্রদায়ের শিশু-কিশোরদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য জেলা প্রশাসনকে তৃণমূল পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন কেউ উপেক্ষিত না হয়।

মাহফুজ আলম আরও বলেন, 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতাকে উৎসবমুখর ও প্রাণবন্ত করে তুলতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াতে হবে। তিনি শিশু-কিশোরদের উদ্বুদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে প্রচার কার্যক্রম জোরদারের পরামর্শ দেন। প্রতিযোগিতার বিচার প্রক্রিয়ায় নিরপেক্ষতা রক্ষা করাও অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, প্রতিযোগিতা সফল করতে স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সভা আয়োজন করা যেতে পারে। এতে অংশগ্রহণ বাড়বে এবং আয়োজনে জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

সভায় পিরোজপুর, ঝালকাঠি, জয়পুরহাট, মেহেরপুর ও চট্টগ্রামের জেলা প্রশাসকগণ নিজ নিজ জেলার প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং বলেন, এই প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করতে তাঁরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ