জুলাই হত্যাকাণ্ড ১৯৭১-এর চেয়েও জঘন্য: আসিফ নজরুল

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড প্রসঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, “শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে, ১৯৭১ সালের পাকিস্তানি সেনাবাহিনীও এমন জঘন্যতা ঘটায়নি।”
মঙ্গলবার (২৯ জুলাই) এক আলোচনা ও তথ্যপ্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতকে গুলি করে হত্যা, নিরস্ত্র মানুষকে ঠাণ্ডা মাথায় গুলি—এ ধরনের নৃশংসতা ২৫ মার্চের কালরাতেও দেখা যায়নি। ওটা ছিল বিদেশি বাহিনী, এখনকার ঘটনা স্বাধীন বাংলাদেশের সরকারের অধীনে।”
ড. আসিফ নজরুল আরও বলেন, ১৯৭১ সালের সহিংসতার পারিপার্শ্বিকতা ভিন্ন ছিল, তবে বর্তমান হত্যাকাণ্ডগুলো আরও নির্মম এবং অমানবিকভাবে সংঘটিত হয়েছে।
তিনি জানান, জুলাই-অগাস্টের সহিংসতার বিচার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। “এই সরকারের আমলেই সুষ্ঠু বিচার হবে। এমনভাবে প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে, ভবিষ্যতের কোনো সরকারও বিচার এড়িয়ে যেতে পারবে না।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “বিএনপি-জামায়াতসহ যেই দলই ভবিষ্যতে ক্ষমতায় আসুক, তারা এ বিচারে শৈথিল্য দেখাবে না। কারণ তারাও নির্যাতিত মানুষের দল।”