ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গোপন কক্ষের ছবি তোলাও নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) গণমাধ্যমের জন্য নতুন নীতিমালা জারি করেছে ইসি। এতে বলা হয়েছে, ভোট শুরুর এক সপ্তাহ আগে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে ইসি সচিবালয় ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের মাধ্যমে দেওয়া হবে সাংবাদিক পাস কার্ড, যানবাহনের স্টিকার এবং মোটরসাইকেল স্টিকার।
এই কার্ড পাবেন অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা এবং বিদেশি সাংবাদিকরা।
পাসধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। তবে গোপন কক্ষে প্রবেশ বা এর কোনো ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
একসঙ্গে দুটির বেশি সংবাদমাধ্যমের প্রতিনিধি একই ভোটকক্ষে ঢুকতে পারবেন না এবং সেখানে একটানা ১০ মিনিটের বেশি অবস্থান করা যাবে না। ভোটকক্ষে কোনো সাক্ষাৎকার নেওয়া যাবে না এবং ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।
যদি সরাসরি সম্প্রচার করতে হয়, তা হলে সেটি ভোটকক্ষের বাইরে নিরাপদ দূরত্বে থেকেই করতে হবে। ভোট গণনার সময় উপস্থিত থাকা গেলেও সরাসরি সম্প্রচারের অনুমতি থাকবে না। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ থাকবে।