মাইলস্টোন ইস্যুতে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ৩ দলের ওয়াকআউট

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর লাঠিপেটার প্রতিবাদ জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ১০ মিনিটের ওয়াকআউট করেছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার কিছু পর কমিশনের সংলাপের ১৮তম দিনের অধিবেশন শুরু হলে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “মাইলস্টোনে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনার পর প্রতিবাদে হামলা স্বৈরাচারী শাসনের প্রতিচ্ছবি। এ অবস্থায় আমরা এখানে থাকতে পারি না।”
তার এই ঘোষণাকে সমর্থন জানিয়ে ওয়াকআউটে অংশ নেন জাসদের মুশতাক হোসেন ও বাসদের বজলুর রশীদ ফিরোজ।
কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ সময় বলেন, ‘তিনটি দলের প্রতীকী প্রতিবাদ তাদের নাগরিক ও রাজনৈতিক অধিকারের প্রকাশ। আমরা তা নোট করেছি এবং সরকার নিশ্চয়ই বিবেচনা করবে।’
ওয়াকআউটের প্রায় ১০ মিনিট পর, সকাল ১১টা ২৫ মিনিটে সংশ্লিষ্ট তিন দলের নেতারা আবার সংলাপে ফিরে আসেন।