ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোন ফাটল নেই: আইন উপদেষ্টা

ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনে ধরণের বিভক্তি কিংবা ফাটল নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘বৈঠকে আমরা কয়েকজন উপদেষ্টাসহ চারটি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলাম। তখন তারা বলেছে ফ্যাসিবাদের সঙ্গে কোন আপস নেই।’
মঙ্গলবার (২২ জুলাই) রাতে বিএনপিসহ চার দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘আজকে আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। যতগুলো দল কথা বলেছে, প্রত্যেকে বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্য কোন মতো বিরোধ নেই। কোন ধরণের বিভেদ নেই। রাজনৈতিক মাঠে প্রতিক্রিয়া হিসেবে দুই-একটা কথা বলি। তার মানে এটা নয়, তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা আমাদের রাজনৈতিক সহযোগী, রাজনীতির মাঠে এরকম কিছু কথা বার্তা হবেই।’
তিনি বলেন, ‘রাজনৈতিক দলের মধ্য কোন বিভেদ নেই বলে তারা আমাদের আশ্বস্ত করেছেন। তাদের পক্ষ থেকে আমাদের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে শক্ত অবস্থান নেওয়ার কথা বলেছেন। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে আমাদের বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের দিকে দ্রুত অগ্রসর হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল গুলোর উদ্দেশ্যে বলেছেন; আপনাদের ঐক্য আরো দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা এক সাথে থাকেন তাহলে মানুষের মাঝে স্বস্তি আসবে এবং খুশি হবে। মানুষ আপনাদের এক সাথে দেখতে চায়।’
আসিফ নজরুল বলেন, ‘এই প্রতিক্রিয়ায় রাজনৈতিক দল গুলোর পক্ষ থেকে জানিয়েছেন; তাদের মাঝে যে ঐক্য রয়েছে তার বড় প্রমাণ হলো প্রধান উপদেষ্টা ডাকলে সব দল এক সঙ্গে হাজির হন। এছাড়াও জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রতিদিন অংশ নেওয়া কথা উল্লেখ করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে আমাদের মাঝে কোন রকম হতাশা, প্রশ্ন কিংবা চিন্তা থাকার প্রয়োজন নেই। দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্টরা মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, সে ক্ষেত্রে সরকারকে আরও কঠোর হওয়া কথা বলেছেন। ভবিষ্যতে যেকোনো ঐক্যের ডাকে তারা এক সঙ্গে হবে এবং মতামত প্রদান করবে।’