শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫১, ২২ জুলাই ২০২৫

আপডেট: ১৬:৫৪, ২২ জুলাই ২০২৫

পাঁচ ঘণ্টা পর ফের অবরুদ্ধ দুই উপদেষ্টা

পাঁচ ঘণ্টা পর ফের অবরুদ্ধ দুই উপদেষ্টা
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষোভে ফেটে পড়া শিক্ষার্থীদের ঘেরাওয়ের মুখে পড়েন সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বের হলেও আবারও শিক্ষার্থীদের অবরোধের মুখে ফের ক্যাম্পাসে ফিরে যেতে বাধ্য হন তারা।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে কলেজ পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার ও প্রেস সচিব শফিকুল আলমকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখে।

দুপুরের পর অতিরিক্ত পুলিশ ও র‍্যাব ক্যাম্পাসে প্রবেশ করে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে উপদেষ্টারা বের হন। তবে গোলচত্বরে পৌঁছাতেই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আবারও তাদের গতিরোধ করে।

'ভুয়া ভুয়া', 'উই ওয়ান্ট জাস্টিস' ইত্যাদি স্লোগান দিতে থাকা শিক্ষার্থীরা দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন। উপদেষ্টাদের বহনকারী গাড়ি তখন আর এগোতে পারেনি। পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠলে বিকেল ৩টা ৪৮ মিনিটে গাড়িগুলো ঘুরিয়ে আবার কলেজ ক্যাম্পাসে ফিরে যায়।

এর আগে গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট মাইলস্টোন কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। নিহতদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনায় দায়ীদের বিচার, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বাতিল এবং নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।