প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ এক নয়: অধ্যাপক ড. আলী রীয়াজ

এক ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালন করলে সাংবিধানিক ভারসাম্য বিঘ্নিত হয়—এমন অভিমত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ১৭তম দিনে এই সুপারিশ জানায় কমিশন।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, অধিকাংশ রাজনৈতিক দল এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। তবে বিএনপি ও তাদের সমমনা কিছু দল এতে ভিন্নমত জানিয়েছে। এসব দল চাইলে জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ দিতে পারবে।
তিনি বলেন, অতীতেও জাতীয় ঐকমত্য প্রক্রিয়ায় ভিন্নমত অন্তর্ভুক্ত করার নজির আছে, এবারও তা গ্রহণযোগ্য।
এদিন সংলাপে আরও আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে খসড়া প্রস্তাব চূড়ান্তকরণ, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান যেমন- নির্বাচন কমিশন, পিএসসি, দুদক, ন্যায়পালসহ গুরুত্বপূর্ণ নিয়োগবিধি প্রসঙ্গে।
দিনের শুরুতে ড. বদিউল আলম মজুমদার উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন।