বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১১, ২২ জুলাই ২০২৫

বার্ন ইনস্টিটিউটে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, কড়া নিরাপত্তায় সেনাবাহিনী

বার্ন ইনস্টিটিউটে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, কড়া নিরাপত্তায় সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে, সেখানে তৈরি হয়েছে চরম জনসমাগম। এই ভিড় সামাল দিতে মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে ইনস্টিটিউটে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বার্ন ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে মোতায়েন রয়েছে আনসার সদস্য, আর প্রবেশমুখে রয়েছেন সেনা সদস্যরা। রোগী, স্বজন এবং ইনস্টিটিউটের স্টাফ ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদেরও প্রবেশে বাধা দেওয়া হচ্ছে সেনাবাহিনীর অনুমতি ব্যতীত।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেউ ইনস্টিটিউটে প্রবেশ করতে চাইলে তাকে পরিচয়পত্র দেখাতে হচ্ছে, এবং যদি তিনি রোগীর আত্মীয় হন, তবে জানাতে হচ্ছে রোগীর নাম, ওয়ার্ড নম্বর এবং সম্পর্ক। পরিচয় নিশ্চিত হওয়ামাত্রই কেবল প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

কর্তব্যরত এক আনসার সদস্য জানান, “বহু রোগী ও স্বজন আসছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও বাড়তি ভিড় ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।” একইসঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও সরাসরি নিয়ন্ত্রণে রয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, দুর্ঘটনায় গুরুতর আহত বহু শিক্ষার্থী ও অন্যান্য ব্যক্তি বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে স্বজনদের কান্না, অস্থিরতা এবং স্বেচ্ছাসেবকদের সহায়তায় এক ধরনের মানবিক অস্থিরতা তৈরি হওয়ায়, নিরাপত্তা এবং চিকিৎসা সেবার স্বাভাবিকতা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ