গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেফতার নয়, দোষীদেরই ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় কোনো গণগ্রেফতার হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শুধু দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে।
রোববার (২০ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি এবং ঢাকা মহানগর ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বিশেষ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আসন্ন নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, ঢাকার পুলিশ কর্মকর্তা, র্যাব সদস্য ও সেনাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সভায় আলোচনায় উঠে এসেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
সাংবাদিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব অবস্থা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, `আপনারাই ভালো বলতে পারবেন আইনশৃঙ্খলা ঠিক আছে কি না। আমি যদি বলি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না। তাই আপনারাই বিচার করুন।'
গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, `ঘটনাটি আমি অস্বীকার করছি না। রাজনীতি করতে গেলে অনেক কিছুই ঘটে। আমরাও একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি। তবে মূল বিষয় হলো, ঘটনার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না—আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।'
আওয়ামী লীগের ডাকা হরতালের প্রসঙ্গে তিনি বলেন, `হরতাল হয়েছে কি না, সেটা আপনারাই দেখেছেন। দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য সময় হরতালে এর চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়। এবার ক্ষতির পরিমাণ অনেক কম, এটিও বিবেচনায় রাখতে হবে।'
তিনি জানান, গোপালগঞ্জে সংঘর্ষ নিয়ে মামলা দায়ের করা হবে কি না, সে বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, `আপনার প্রশ্ন করাটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমি শুধু বলবো, মতপ্রকাশের ক্ষেত্রে যেন ভাষার শালীনতা বজায় থাকে। গণতন্ত্রে সত্য কথাটি শেষ পর্যন্ত প্রকাশ পায়—সেটাই আমাদের শক্তি।'