রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০১, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:০২, ২২ অক্টোবর ২০২৫

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ৩৮

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ৩৮
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাচা-আগাই সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ট্যাঙ্কারটি উল্টে গেলে তেল রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের লোকজন সেই তেল সংগ্রহে ঝাঁপিয়ে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বহু মানুষ পুড়ে মারা যান।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও জানান, নিহতদের বেশিরভাগই ছিলেন ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করতে আসা স্থানীয় বাসিন্দা।

ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু বলেন, 'এখনো উদ্ধার অভিযান চলছে এবং দুর্ঘটনাস্থল ঘিরে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।'

উল্লেখ্য, নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। খারাপ রাস্তা এবং অযত্নে রক্ষিত যানবাহনকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখা হয়।

সদ্য সংবাদ/এমটি