বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১২:৫৭, ৪ অক্টোবর ২০২৫

মিউনিখ বিমানবন্দর বন্ধ, জার্মান আকাশে রহস্যময় ড্রোন আতঙ্ক

মিউনিখ বিমানবন্দর বন্ধ, জার্মান আকাশে রহস্যময় ড্রোন আতঙ্ক
ছবি: সংগৃহীত

আকাশে একের পর এক ড্রোনের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো বন্ধ করে দেওয়া হলো জার্মানির মিউনিখ বিমানবন্দর। গত ২৪ ঘণ্টায় দেশটির আকাশসীমায় একাধিক অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে। এসব ড্রোনের উৎস বা নিয়ন্ত্রণকারী সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি জার্মান কর্তৃপক্ষ। খবর বিবিসি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্তে অন্তত সাড়ে ছয় হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যাতেও একই ধরনের ঘটনার পর মিউনিখ বিমানবন্দরের ১৭টি ফ্লাইট বাতিল করা হয়। সে সময়ও বিমানবন্দরের আশপাশের আকাশে একাধিক ড্রোন দেখা গিয়েছিল।

শুধু জার্মানিই নয়, ইউরোপজুড়েই সম্প্রতি ড্রোন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেলজিয়ামের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির সীমান্তবর্তী এলসেনবর্ন সামরিক স্থাপনার ওপর অন্তত ১৫টি ড্রোন উড়তে দেখা যায়। পরে ওই ড্রোনগুলোকে জার্মান সীমান্তের দিকে চলে যেতে দেখা যায়। জার্মানির ছোট শহর ডুরেনের পুলিশও ড্রোনগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করেছে। তবে কোনো কর্তৃপক্ষই এখন পর্যন্ত ড্রোনের উৎস শনাক্ত করতে পারেনি ।

ঘটনাটিকে ইউরোপের নিরাপত্তার জন্য উদ্বেগজনক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিনডট বলেছেন, শনিবার ইউরোপীয় স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ড্রোন-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের বিষয়টি তিনি উত্থাপন করবেন।

সর্বশেষ