ফাঁদে ফেলে নার্সকে হত্যা
মহেশতলায় নার্স শিল্পী বিবিকে খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে নেমে পুলিশ মনে করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যেখানে নার্সকে কৌশলে বাড়ির বাইরে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। খুনের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো অধরা আততায়ী।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, শিল্পী বিবিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল। বাড়ির মাত্র ২০০ মিটারের মধ্যে তাঁর দেহ উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।
সূত্র জানায়, ঘটনার দিন অর্থাৎ শনিবার মহরম উপলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন নার্সের স্বামী শেখ নাসির আলি। রাত গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন শিল্পী বিবি। এমন সময় তাঁর কাছে একটি ফোন আসে, যেখানে বলা হয়, তাঁর স্বামীকে কেউ ধরে মারধর করছে।
এই ফোন কলের পর রাত ২টার দিকে শিল্পী বিবি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এরপর রাত আড়াইটা নাগাদ স্বামী নাসির আলির কাছে ফোন আসে যে, একটি গলির বাড়ির পেছনে তাঁর স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। পরে সেখান থেকেই উদ্ধার করা হয় নার্সের নিথর দেহ।
তদন্তে পুলিশ খতিয়ে দেখছে নিহতের কললিস্ট (সিডিআর)। সন্দেহভাজন হিসেবে জেরা করা হচ্ছে নার্সের স্বামী শেখ নাসির আলিকে। পাশাপাশি, যার বাড়ির সামনে দেহটি পাওয়া গেছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



























