রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ৭ জুলাই ২০২৫

ফাঁদে ফেলে নার্সকে হত্যা

ফাঁদে ফেলে নার্সকে হত্যা
ছবি: আনন্দ বাজার

মহেশতলায় নার্স শিল্পী বিবিকে খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে নেমে পুলিশ মনে করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যেখানে নার্সকে কৌশলে বাড়ির বাইরে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। খুনের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো অধরা আততায়ী।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, শিল্পী বিবিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল। বাড়ির মাত্র ২০০ মিটারের মধ্যে তাঁর দেহ উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।

সূত্র জানায়, ঘটনার দিন অর্থাৎ শনিবার মহরম উপলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন নার্সের স্বামী শেখ নাসির আলি। রাত গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন শিল্পী বিবি। এমন সময় তাঁর কাছে একটি ফোন আসে, যেখানে বলা হয়, তাঁর স্বামীকে কেউ ধরে মারধর করছে।

এই ফোন কলের পর রাত ২টার দিকে শিল্পী বিবি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এরপর রাত আড়াইটা নাগাদ স্বামী নাসির আলির কাছে ফোন আসে যে, একটি গলির বাড়ির পেছনে তাঁর স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। পরে সেখান থেকেই উদ্ধার করা হয় নার্সের নিথর দেহ।

তদন্তে পুলিশ খতিয়ে দেখছে নিহতের কললিস্ট (সিডিআর)। সন্দেহভাজন হিসেবে জেরা করা হচ্ছে নার্সের স্বামী শেখ নাসির আলিকে। পাশাপাশি, যার বাড়ির সামনে দেহটি পাওয়া গেছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।