বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৯:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের পৃথক সন্ত্রাসী হামলায় অন্তত ১১ জন নিহত

পাকিস্তানের পৃথক সন্ত্রাসী হামলায় অন্তত ১১ জন নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে পৃথক বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। বৃহস্পতিবার ইরানের কাছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রান্তে দাশতে আধাসামরিক বাহিনীর একটি কনভয়ে বিস্ফোরক ভর্তি গাড়ি ঢুকিয়ে দেয়, এক আত্মঘাতী বোমা হামলাকারী।

স্থানীয় দুই সরকারি কর্মকর্তা এএফপিকে জানিয়েছে, এ ঘটনায় পাঁচ নিহত হয়, যাদের মধ্য তিনজন সেনা সদস্যও ছিলেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে।

আফগানিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানে জঙ্গিবাদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এর বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা ইমতিয়াজ আলী বালুচ এএফপিকে বলেন, বৃহস্পতিবার রাতে প্রদেশের একটি আফগান সীমান্ত ক্রসের কাছে আরেকটি বিস্ফোরণে ছয় শ্রমিক নিহত হয়েছেন।

বিচ্ছিন্নতাবাদীরা এক দশক ধরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করে আসছে, তাদের দাবি, বেলুচ জনগণের প্রতি বৈষম্যের অবসান ঘটানো। মানবাধিকার গোষ্ঠীগুলি বলছে যে এই দমন-পীড়নের মধ্যে রয়েছে স্থানীয়দের নির্বিচারে আটক এবং গ্রেপ্তারের মতো অধিকার লঙ্ঘন।

উল্লেখ্য, চলতি মাসের শুরতে কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হন।

সর্বশেষ