বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:১৫, ১২ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনকে মুছে ফেলার হুমকি নেতানিয়াহুর

ফিলিস্তিনকে মুছে ফেলার হুমকি নেতানিয়াহুর
ছবি: আল জাজিরা

ফিলিস্তিনি ভূখণ্ড শুধুমাত্র ইসরাইলের বলে দাবি করেছেন  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পৃথিবীতে ফিলিস্তিন রাষ্ট্র বলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না বলেও হুমকি দেন তিনি।

জেরুজালেমের মালে আদুমিমে এক অনুষ্ঠানে এসব কথা বলেন নেতানিয়াহু। খবর আল জাজিরা।

অধিকৃত পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করে বসতি সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। নিয়ে এগিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। নতুন পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য তিন হাজার ৪০০টি নতুন বাড়ি নির্মাণ করা হবে। এতে পশ্চিম তীরের বেশিরভাগ অংশকে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং একই সাথে এই অঞ্চলে হাজার হাজার ইসরায়েলি বসতির সঙ্গে সংযুক্ত করবে।

১৯৬৭ সাল থেকে দখলকৃত পশ্চিম তীরের সকল ইসরাইলি বসতি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদাইনাহ বৃহস্পতিবার বলেন, 'পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই এই অঞ্চলে শান্তির চাবিকাঠি।'

সর্বশেষ