নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে ‘জীবন্ত পুড়িয়ে’ হত্যার অভিযোগ

বিক্ষোভকারীদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর মারা গেছেন। ঘটনাটি ঘটেছে রাজধানী কাঠমন্ডুর ডাল্লু এলাকায়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জেন-জি নেতৃত্বাধীন তরুণ বিক্ষোভকারীরা তাদের বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দিলে তিনি গুরুতর দগ্ধ হন। চিত্রকরকে দ্রুত কির্তিপুর বার্ন হাসপাতাল নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন তার পরিবার। সূত্র এনডিটিভি।
সামাজিক যোগাযোগমাধ্যমের সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন অল্প সময়েই ভয়াবহ সহিংস রূপ নেয়। ব্যাপক বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ করেছেন। বিক্ষোভ চলাকালীন নেপালের অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাওডেলকে রাজধানীর রাস্তায় তাড়া করা হয় এবং মারধর করা হয়।