শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ২৭ আগস্ট ২০২৫

আসামে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫১ বাংলাদেশি গ্রেপ্তার

আসামে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫১ বাংলাদেশি গ্রেপ্তার
ছবি: ইন্টারনেট

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স (পূর্বে টুইটার)–এ দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

মুখ্যমন্ত্রী জানান, রোববার আসামের শ্রীভূমি জেলা থেকে ৩০ বাংলাদেশিকে এবং মঙ্গলবার (২৬ আগস্ট) আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সবাইকে সীমান্তরক্ষী বাহিনীর (BSF) সহায়তায় বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন, “এই অনুপ্রবেশকারীরা আমাদের জনসংখ্যার কাঠামো বদলে দিচ্ছে ও স্থানীয় অধিকার হরণ করছে। যেখান থেকে এসেছে, তাদের সেখানেই ফেরত যেতে হবে।” তিনি অনুপ্রবেশবিরোধী অভিযান আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর বাইরে দক্ষিণ সালমারা মানকাচার জেলা থেকেও ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ ও দুটি শিশু (এক ও তিন বছর বয়সী) ছিল। পুলিশ জানায়, তারা জম্মু ও কাশ্মির থেকে ট্রেনে গুয়াহাটি আসার পর সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।

আসাম পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে নিয়ম অনুযায়ী দেশে ফেরত পাঠানো হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ