চীনে নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে ১২ শ্রমিক নিহত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ছিংহাই প্রদেশে একটি নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে অন্তত ১২ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
স্থানীয় সময় শুক্রবার ভোর ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ইয়েলো রিভার (হলুদ নদী) ওপর নির্মাণাধীন একটি বাঁকানো রেল সেতুতে। সেতুটির একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়ার প্রকাশিত আকাশপথের ছবিতে দেখা যায়, সেতুর একটি বিশাল অংশ নদীর ওপর ভেঙে পড়ে ঝুলে আছে, আশপাশে জরুরি উদ্ধারকর্মীরা তৎপর।
সেতুর ওপর তখন মোট ১৬ জন শ্রমিক কাজ করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি স্টিল কেবল ছিঁড়ে যাওয়ার পরই গোটা কাঠামো ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই বহু শ্রমিক নিহত হন।
নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে। নৌকা, হেলিকপ্টার এবং বিশেষ ডুবুরি রোবট ব্যবহার করে উদ্ধার তৎপরতা চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।
চায়না ডেইলির বরাত দিয়ে জানা গেছে, সেতুটি প্রায় ১.৬ কিলোমিটার দীর্ঘ এবং নদীর পৃষ্ঠ থেকে এর উচ্চতা ছিল ৫৫ মিটার। সেতুটি একটি গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ প্রকল্পের অংশ ছিল, যা ছিংহাই প্রদেশকে আরও কয়েকটি অভ্যন্তরীণ অঞ্চলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনায় নির্মাণাধীন ছিল।
চীনের পরিবহন ও নির্মাণ খাতে নিরাপত্তাজনিত ত্রুটি এবং নির্মাণ মান নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নির্মাণ কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।