ক্যাটরিনা ভিকির ঘরে কি নতুন অতিথি আসছে ?

বলিউডের জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে ঘিরে আবারও সুখবরের গুঞ্জন। বিয়ের পর থেকেই ভক্তদের প্রশ্ন- কবে দুই থেকে তিন হবেন এই দম্পতি?
সম্প্রতি একটি ভিডিওতে ক্যাটরিনা এবং ভিকিকে এক সাথে দেখা গেছে। ঢিলেঢালা সাদা পোশাকে ক্যাটরিনা ভিকির সঙ্গে মুম্বাইয়ের ফেরি পোর্টে ঘুরছেন। সেই দৃশ্য দেখেই ভক্তদের ধারণা জন্মায়, অভিনেত্রী সম্ভবত মা হতে চলেছেন।
একটি বিজ্ঞাপনের শুটিং সেট থেকে ফাঁস হওয়া ছবিতে যেন মিলল নতুন ইঙ্গিত। ছবিটি ভাইরাল হতেই ভক্তদের প্রত্যাশা আরও বেড়ে গেছে- খুব শিগগিরই হয়তো ক্যাটরিনা-ভিকি জানাবেন তাঁদের প্রথম সন্তানের খবর। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা যায় নি।
যদিও বলিউডের অদ্ভুত এক কুসংস্কারের কথাও এখানে জুড়ে দিচ্ছেন অনেকেই- ‘পোলকা ডট পরলেই নাকি মা হওয়ার ঘোষণা আসে’।
অনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে কিয়ারা আডবানি পর্যন্ত, অনেকের ক্ষেত্রেই এই মিল খুঁজে পাওয়া গেছে। ক্যাটরিনার নতুন বছরের পোস্টেও তাকে দেখা গিয়েছিল পোলকা ডট পোশাকে।